
চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের তথ্য ফাঁস, দেখা যাচ্ছে অনলাইনে
ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতা লিখে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেওয়ায় অনেকেই নিয়মিত চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করেন। কিন্তু হঠাৎ করেই চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের কয়েক হাজার কথোপকথনের তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে। ব্যক্তিগত তথ্যগুলো গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে জানার সুযোগ থাকায় ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চ্যাটজিপিটি থেকে শেয়ার করা প্রায় সাড়ে চার হাজার চ্যাটের লিংক গুগল সার্চে খুঁজে পাওয়া গেছে। অনলাইনে উন্মুক্ত হওয়া কথোপকথনের মধ্যে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক সম্পর্ক, আসক্তি, কর্মক্ষেত্রের সংকটসহ ব্যক্তিগত নানা তথ্য রয়েছে। এ বিষয়ে ওপেনএআইয়ের এক কর্মী জানিয়েছেন, চ্যাটজিপিটির শেয়ারেবল চ্যাটকে গুগলে খুঁজে পাওয়ার অপশনটি ছিল একটি স্বল্পমেয়াদি পরীক্ষা। ব্যবহারকারীদের তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশের ঝুঁকি থাকায় অপশনটি এরই মধ্যে মুছে ফেলা হয়েছে। বর্তমানে ওপেনএআইয়ের সহায়তা পেজে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো চ্যাট তখনই পাবলিক হবে, যখন ব্যবহারকারী নিজে থেকে ‘মেক দিস চ্যাট ডিসকভারেবল’ অপশন চালু করবেন।
চ্যাটজিপিটিতে ‘শেয়ার’ বাটন ব্যবহার করে ব্যবহারকারীরা তাঁদের আলাপচারিতা লিংকের মাধ্যমে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। তবে শেয়ার করার সময় ‘মেক দিস চ্যাট ডিসকভারেবল’ নামের একটি অপশন চালু থাকলে সেই লিংক গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিন দেখতে পারে। অনেক ব্যবহারকারী ভুলবশত বন্ধুদের সঙ্গে শেয়ার করার সময় এই অপশনটি চালু রাখেন। ফলে শেয়ার করা লিংকের তথ্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পাওয়া যায়।
যেসব ব্যবহারকারী আগে চ্যাটজিপিটি থেকে চ্যাট শেয়ার করেছেন, তাঁরা চাইলে লিংকগুলো পর্যালোচনা করে মুছে ফেলতে পারবেন বলে জানিয়েছে ওপেনএআই। শেয়ার করা চ্যাট মুছে ফেলার জন্য প্রথমে চ্যাটজিপিটি অ্যাপে প্রবেশ করে ‘সেটিংস’–এ যেতে হবে। এরপর ‘ডেটা কন্ট্রোল’–এ ক্লিক করে ‘শেয়ারড লিংকস’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘ম্যানেজ’ অপশনে ক্লিক করলেই শেয়ার করা সব বার্তার তথ্য দেখা যাওয়ায় সহজেই ব্যক্তিগত তথ্যের লিংকগুলো মুছে ফেলা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- তথ্য ফাঁস
- কথোপকথন
- চ্যাটজিপিটি