
বন্ধুত্ব নিয়ে বিরূপ অভিজ্ঞতা ছিল সালমান শাহর, বললেন নীলা চৌধুরী
ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনো তাঁকে সহজে আলাদা করা যায়। তিনি সালমান শাহ। প্রয়াত এই নায়কের জনপ্রিয়তা এখনো কমেনি। আজ বন্ধু দিবসে জানার চেষ্টা করেছি, ঢালিউড এই তারকার কাছের বন্ধু ছিলেন কারা? সেটাই জানতে চেয়েছিলাম সালমানের মায়ের কাছে। যুক্তরাজ্য থেকে তিনি শোনালেন বিনোদন দুনিয়ায় সালমানের বন্ধুত্ব নিয়ে বিরূপ অভিজ্ঞতার কথা।
শৈশব থেকে পারিবারিক শিক্ষায় বেড়ে ওঠা সালমান শাহর তেমন কোনো বন্ধুই নাকি ছিল না। নীলা চৌধুরী জানালেন, ছেলেকে শৈশব থেকেই বাইরে তেমন কারও সঙ্গে মিশতে দিতেন না। শৈশব থেকেই বেশির ভাগ সময় পড়াশোনা আর খেলাধুলাতেই ব্যস্ত রাখতেন।
সালমানের মা বলেন, ‘ইমন (সালমান শাহ) যে স্কুলে পড়ত, সেখানে কারও কারও সঙ্গে ভালো সম্পর্ক হয়েছিল। কিন্তু কাছের বন্ধু বলতে যেটা বোঝায়, তেমনটা খুব একটা ছিল না। থাকলে তো সে বলত। তবে সহপাঠী ছিল অনেকেই। তাঁদের সঙ্গে ক্লাসেই যেটুকু মেশার সময় হতো। এর বাইরে ক্লাস শেষ হলেও সে সঙ্গে সঙ্গে গাড়িতে বাসায় চলে আসত। কখনোই কারও সঙ্গে বাড়তি কোনো আড্ডা দিত না। এটা আমাদের পরিবারের একটা আদর্শ ছিল।’
নীলা চৌধুরী আরও জানান, সালমান শাহর জন্য পরিবারটাই ছিল বন্ধুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে তাঁর সবচেয়ে কাছের ছিলেন মা ও বাবা। ‘আমরা তাকে সব সময় চোখে চোখে রাখতাম। আমাদের বাইরে তার করার মতো তেমন কিছুই ছিল না। যে কারণে আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত। বন্ধুর মতো সবই বলে দিত। পরে একসময় বুঝতে পারি, সালমানের কাছের বন্ধু তেমন কেউ নেই। সালমানই নয়, আমাদের পরিবারে আমি, সালমানের বাবা কারোরই বাইরে খুবই ক্লোজ বন্ধু ছিল না’, বলেন নীলা চৌধুরী।
- ট্যাগ:
- বিনোদন
- বন্ধু দিবস
- সালমান শাহ