
শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু দুঘণ্টা পর
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশ শুরু হয়েছে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর।
‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে এনসিপির এই সমাবেশ শুরু হওয়ার কথা ছিল রোববার বিকাল ৩টায়। বিকাল পৌনে ৫টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান তুলে নেতা-কর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেলেও সে সময়ে মঞ্চে কেন্দ্রীয় নেতাদের দেখা যায়নি।
কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠেন বিকাল ৫টায়। সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাজহারুল ইসলাম ফকির।
তারপর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য রবিউল আওয়াল এবং যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, ও ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক নিজাম উদ্দিন বক্তব্য রাখেন।
সমাবেশ চলার সময় শহীদ মিনার এলাকার তিন পাশের সড়কগুলোয় সীমিত পরিসরে যান চলাচল করতে দেখা যায়।
এই সমাবেশ থেকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ইশতেহার ঘোষণার কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের হাত ধরে গড়ে ওঠা এনসিপির।