You have reached your daily news limit

Please log in to continue


ছাত্রদলের সমাবেশে অংশ নিতে আসছেন নেতাকর্মীরা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ সমাবেশ করবে ছাত্রদল। রাজধানীর শাহবাগে এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা।

রোববার সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা। মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল।

নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী সকাল ৭টায় শাহবাগে পৌঁছান। আগের রাতেই তারা বাসে রওয়ানা হয়েছিলেন। শাহবাগে পৌঁছেই সকালের নাশতা সেরে প্রস্তুতি নেন সমাবেশে অংশগ্রহণের।

জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব বলেন, আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সুশৃঙ্খলভাবে অংশ নেবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। আজ শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও বড় বহর নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী সকালেই শাহবাগে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন