
প্রত্যাশার চেয়ে কম চাকরি সৃষ্টির তথ্য প্রকাশ, কমিশনারকে বরখাস্ত করলেন ট্রাম্প
প্রত্যাশার চেয়ে কম চাকরি সৃষ্টি হচ্ছে, সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হওয়ার পর মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) কমিশনারকে বরখাস্ত করেছেন ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের এ সরকারি সংস্থা বিএলএস দেশটিতে শ্রম বাজার, মজুরি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, শ্রমিকদের জীবিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক অর্থনৈতিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশের দায়িত্বে থাকে।
শুক্রবার তাদের সর্বসাম্প্রতিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি নিয়ে উদ্বেগ বেড়ে যায়। এরপরই ডনাল্ড ট্রাম্প বিএলএসের কমিশনার এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেন বলে জানিয়েছে বিবিসি।
সর্বশেষ এ মাসিক প্রতিবেদনে বিএলএস বলেছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি মাত্র ৭৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা প্রত্যাশার চেয়ে অনেক কম।
তারা মে ও জুনের দেওয়া হিসাব পুনর্মূল্যায়ন করে ওই দুই মাসে আগের দেওয়া সংখ্যার চেয়ে ২ লাখ ৫৮ হাজার কম চাকরি সৃষ্টি হয়েছে বলেও জানায়। সরকারি এই সংস্থাটি নিয়মিতই তাদের হিসাব পুনর্মূল্যায়ন করে, এবং সংস্থার কর্মপ্রক্রিয়ায় এটা স্বাভাবিক বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প বিএলএস কমিশনারের বিরুদ্ধে রাজনৈতিক কারণ কর্মসংস্থান সংক্রান্ত তথ্য বিকৃতির অভিযোগ এনেছেন। যদিও এর সাপেক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।