
ঢাবিতে ১৬ বছরের ‘বৈষম্য’: তদন্ত কমিটি ১৮টি, প্রতিবেদন মিলেছে একটি
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় ক্যাম্পাসে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে, তা অনুসন্ধানে ১৮টি তদন্ত কমিটি করলেও ১৭টিরই প্রতিবেদন হাতে পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্র সংগঠনের কোনো কোনো নেতা মনে করেন, এক বছরেও তদন্ত সম্পন্ন করতে না পারাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘চরম ব্যর্থতা’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, গত বছরের ৫ অগাস্টের পর অন্তত ১৮টি তদন্ত কমিটি হয়।
এসব কমিটির মধ্যে রয়েছে— জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তা শনাক্তে কমিটি; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগ ও পদোন্নতি বিষয়ক তদন্ত কমিটি; বিগত ১৬ বছরের ‘ইমেরিটাস ও সুপারনিউমারি’ অধ্যাপক নিয়োগ সংক্রান্ত কমিটি এবং কর্মকর্তাদের বৈষম্যের শিকার হওয়ার ঘটনা খতিয়ে দেখার কমিটি।
কর্মচারীদের সঙ্গে বৈষম্য খতিয়ে দেখতে; জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী শনাক্তে এবং বৈষম্যের শিকার শিক্ষকদের বিষয়েও হয় আলাদা তদন্ত কমিটি।
মোর্তুজা মেডিক্যাল সংক্রান্ত তদন্ত কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির ধরন বিষয়ক তদন্ত কমিটি, ডিবিএ ডিগ্রি সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটি ও কর্মকর্তা-কর্মচারীদের যোগদানে আইনগত জটিলতা নিরসনে রিভিউ কমিটিও গত এক বছরে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।