‘আসল জুলাই যোদ্ধা’ দাবি করা এক দল তরুণের সঙ্গে হাতাহাতি আর পুলিশের লাঠিপেটার পর শাহবাগ ছাড়লেন জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে অবরোধ চালিয়ে আসা আন্দোলনকারীরা।
দুদিন ধরে আন্দোলনকারীদের টানা অবস্থানের মধ্যে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা আসল আহতরা এসে শাহবাগে অবস্থানকারীদের সরিয়ে দিয়েছে। এরপর শাহবাগ হয়ে চারপাশের সড়কে যান চলাচল শুরু হয়েছে।”