
পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড শাপলা চত্বরে হয়েছে: সালাহউদ্দিন আহমদ
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ২০:২৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড শাপলা চত্বরে হয়েছে। সেদিন নিহত অনেকের তালিকা এখনো হয়নি। যাঁরা গুম হয়েছেন, তাঁদের তথ্য সংগ্রহ করা যায়নি।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ফ্যাসিস্ট হটাও আন্দোলনে হেফাজতে ইসলাম নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছুদিন আগে শাপলা চত্বরে শহীদদের স্মরণে স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেখানেও অনেকের নাম নেই। অনেক লাশের কবরের সন্ধান পাওয়া যায়নি।