
বিজেপির হয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করছে, অভিযোগ রাহুল গান্ধীর
প্রথম আলো
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ২০:১৮
বিহার রাজ্যের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে বিতর্ক চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে ভোট চুরির মারাত্মক অভিযোগ আনলেন। আজ শুক্রবার সংসদ ভবন চত্বরে তিনি বলেন, বিরোধীদের তদন্ত অনুযায়ী, শাসক বিজেপির সুবিধা করে দিতে ইসি ব্যাপকভাবে ভোট চুরি করছে।
রাহুল বলেন, তাঁদের তদন্তে যা উঠে এসেছে তা ‘অ্যাটম বোমা’। সেই বোমা যখন ফাটবে নির্বাচন কমিশন তখন মুখ লুকানোর জায়গা পাবে না।
বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরোধিতা এবং সে নিয়ে আলোচনার দাবিতে বিরোধীরা যখন অনড় ও সংসদ অচল, সেই সময় রাহুলের এই দাবি বিরোধী আন্দোলনে এক অন্য মাত্রা এনে দিয়েছে। ইসির কর্তাদের নাম না করে রাহুল বলেন, যাঁরা এই ভোট চুরির কারিগর, যাঁরা এই অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁদের কেউ পার পাবেন না। ওপর থেকে নিচ পর্যন্ত কাউকে রেয়াত করা হবে না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিজেপি
- বিজেপি নেতা