গ্রামে কয়েক দিন ধরে চারটি ছাগলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিলেন, হয়তো ছাগলগুলো চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আবার আরও একটি ছাগল হারিয়ে যায়। পরে দেখা যায়, বিশাল একটি অজগর সাপ ছাগলটিকে গিলে খাচ্ছে। তখন সবাই বলতে থাকেন, অজগরই সবগুলো ছাগল খেয়েছে এত দিন। এরপর এলাকার সবাই দেশীয় অস্ত্র নিয়ে সাপটিকে পিটিয়ে হত্যা করেন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে এ ঘটনা ঘটেছে। মেরে ফেলা অজগরটি প্রায় ২০ ফুট লম্বা বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত ওই সাপের একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কয়েকজন মানুষ অজগর সাপটিকে পিটিয়ে মারছেন। কয়েকজন দাঁড়িয়ে মৃত সাপটি দেখছেন। মৃত সাপের পাশে একটি মৃত ছাগলও রয়েছে।