জিম্বাবুয়েকে হারাতে তিন দিনও লাগেনি নিউজিল্যান্ডের

www.ajkerpatrika.com প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ১৯:০৯

মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।


১৯৯২ থেকে শুরু করে এখন পর্যন্ত জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১৮ টেস্টে। ১৮ বারে এসে জিম্বাবুয়ে অচলায়তন ভাঙতে পারে কিনা, সেটাই ছিল দেখার। কিন্তু বুলাওয়েতে এবার সিরিজের প্রথম টেস্টে কিউইদের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। ৯ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ম্যাচ শেষ করতে মাত্র ১৪ বল খেলতে হয়েছে কিউইদের।


দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। স্বাগতিকেরা তখনো ১২৭ রানে পিছিয়ে। তৃতীয় দিনের খেলা শুরুর পর ২২ রান যোগ করতে আরও দুই উইকেট হারায় স্বাগতিকেরা। নিক ওয়েলচ, ভিনসেন্ট মাসেকেসা—জিম্বাবুয়ের এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন কিউই পেসার উইলিয়াম ও’রুর্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও