
ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ১৯:০৮
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মো. মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার তোররা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
মর্তুজা ওই গ্রামের মৃত তজিউদ্দীনের ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকে দীর্ঘদিন চাকরি করার পর কিছুদিন আগে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তাঁর দুই মেয়ে রয়েছে।
পরিবারের ভাষ্য, মর্তুজা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন। সম্প্রতি তাঁর মানসিক অবস্থার আরও অবনতি হয়।
জানতে চাইলে ৫ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মর্তুজা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে পেলে ছিলেন। বিষয়টি আমাদের জানা ছিল।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঝুলন্ত মরদেহ উদ্ধার