You have reached your daily news limit

Please log in to continue


আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একদল নাগরিককে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে দেশটির সরকার। একটি সামরিক বিমানে আগামীকাল শনিবার (২ আগস্ট) তাঁদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশের একজন কূটনীতিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসেই কিছু মানুষকে ফিরতে হচ্ছে। শনিবার যে দলটি ঢাকায় পৌঁছাবে, তাতে ঠিক কতজনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হচ্ছে সে বিষয়ে সংশয় আছে।

এই কর্মকর্তা বলেন, যাঁদের সেখানে আটক করা হয়, সবাইকে একবারে পাঠানো হয় না। বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে তারপর পাঠানো হয়। এবার কমবেশি ৫০ জন ফিরতে পারেন, এমন একটি কথা মার্কিনরা জানালেও বাস্তবে সম্ভবত ফিরবে অনেক কম। তিনি বলেন, এর আগে ৮৩ জন একবারে পাঠানোর কথা বললেও সেবার এসেছে দুই ডজনের মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন