
অনাহারে ৯০ শিশুর মৃত্যুর পর গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূত
আজ গাজা পরিদর্শনে যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। চলমান মানবিক সংকট ইস্যুতে সরাসরি পর্যবেক্ষণ করতে তিনি গাজায় যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এই সফরে গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ঘুরে দেখবেন এবং বিতরণ প্রক্রিয়াকে আরও উন্নত করতে প্রয়োজনীয় পরিকল্পনা করবেন।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, উইটকফ ইসরায়েল থেকে গাজায় যাবেন। ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উইটকফের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন লেভিট। জানান, আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে গাজায় ত্রাণ সরবরাহের বিষয়টি।
উইটকফ এমন এক সময়ে গাজা সফরে যাচ্ছেন, যখন অনাহারে মৃত্যুর খুব সাধারণ হয়ে উঠেছে উপত্যকায়। গতকালও অপুষ্টিতে ভুগে দুজন মারা গেছে। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে অনাহারে মৃত্যু হলো ১৫৯ ফিলিস্তিনির, যাদের মধ্যে ৯০ জনই শিশু।
এ ছাড়া, ত্রাণ নিতে গিয়ে নিহত হওয়ার ঘটনা তো আরও সাধারণ হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে ৯১ জনই নিহত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংগঠন জিএইচএফের ত্রাণ নিতে গিয়ে।