You have reached your daily news limit

Please log in to continue


গাজীপুরে শাপলা বিলে ‘টিকটক’: নৌকা ডুবে দুজনের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলার শাপলা বিলে মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান।

নিহতরা হলেন- মো. বাইজিদ (২৫) ও মো. মাহিন (১৬)।

বায়েজীদ ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে এবং মাহিন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।

আহত ও স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাবেদ বলেন, শুক্রবার সকালে ছোট নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান পাশের শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে ‘টিকটক’ করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এলাকাবাসী এক যুবকের লাশ উদ্ধার করে বিলের কিনারে রেখেছে এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন