You have reached your daily news limit

Please log in to continue


বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

দাম্পত্য জীবনে এমন বাজে সময় কাটানোর মাঝে ক্রিকেট থেকে মাসখানেকের বিরতি নিয়েছিলেন চাহাল, ‘বিজয় হাজারে ট্রফি থেকে বিরতি নিয়েছিলাম। কারণ, মনোযোগ দিতে পারছিলাম না। ক্রিকেট আমাকে সুখী করেছে এবং সেটা হতে না পারলে বুঝতে হবে কোথাও সমস্যা আছে। এ কারণে বিরতি নিয়েছিলাম।’

চাহাল আরও জানিয়েছেন, ক্রিকেট থেকে দূরে থাকার এই সময়ে লোকে তাঁকে প্রতারক হিসেবে চিহ্নিত করেছে, ‘আমি জীবনে কখনো কারও সঙ্গে প্রতারণা করিনি। আমি তেমন মানুষ নই। আমার মতো অনুগত কাউকে খুঁজে পাবেন না।’

কাছের মানুষ ভেতরকার সত্যটা জানায় চাহাল সবার সামনে নিজেকে সৎ প্রমাণের প্রয়োজনীয়তা অনুভব করেননি বলে জানান। বিবাহবিচ্ছেদের পর তাঁর ফুরফুরে জীবন দেখে লোকে ভেবে নিয়েছে, সংসার ভাঙার পরও তিনি সুখেই আছেন। এ নিয়ে চাহাল বলেছেন, ‘কয়েক মাস খুব হতাশ ছিলাম। শুধু আমার কাছের মানুষরাই জানেন তখন প্যানিক অ্যাটাকও হয়েছে। আত্মহত্যা করার কথাও ভেবেছি কারণ, মানসিকভাবে হাল ছেড়ে দিয়েছিলাম।’

এই বাজে অবস্থা থেকে উত্তরণের পেছনে পরিবার ও বন্ধুদের ভূমিকার কথা বলেছেন চাহাল। তাঁদের মধ্যে একজন হলেন আরজে মাহভাস। গুঞ্জন চলছে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে মজেছেন চাহাল। তবে এ বিষয়ে কিছু বলেননি চাহাল, ‘সেই সময়ে আমার পরিবার ও মাভাস সাহায্য করেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন