
ট্রাম্পের হুমকিতে কুপোকাত, রুশ তেল কেনা বন্ধ করল ভারত
রাশিয়ার তেলের ওপর ছাড় হ্রাস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি। রুশ তেল ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি বেকায়দায় পড়েছে। রুশ তেলে ছাড় কমে যাওয়ায় এবং মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিতে এসব কোম্পানি রাশিয়ার কাছ থেকে গত সপ্তাহে কোনও তেল ক্রয় করেনি।
সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস (এমআরপিএল) গত এক সপ্তাহে রাশিয়ান তেলের কোনও ক্রয়াদেশ দেয়নি।