‘ফ্যাসিবাদ’ বিরোধী আন্দোলনে আমার মাও ‘এক সন্তানকে হারিয়েছেন’: তারেক রহমান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ২০:৪৮

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামে নারীদের স্বজন হারানোর প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদ’ বিরোধী আন্দোলনে তার মাও ‘এক সন্তানকে হারিয়েছেন’।


বৃহস্পতিবার বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। আমার মাও তার এক সন্তানকে (আরাফাত রহমান কোকো) হারিয়েছেন আপনাদেরই মত।”


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় মারা যান।


মুদ্রা পাচারের মামলায় ছয় বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।


জরুরি অবস্থার সময় গ্রেপ্তার আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও