You have reached your daily news limit

Please log in to continue


চোখের পলকে ফোনের চার্জ ১০০ থেকে ৫০ এ নামছে, যা করবেন

ঘণ্টাখানেকের মধ্যে চার্জ শেষ! শুধু ফোন নয়, ল্যাপটপে কিছুক্ষণ কাজ করলেই ব্যাটারি জিরো। চার্জ ফুরিয়ে যাচ্ছে। আবার চার্জে বসাতে হয়। অনেক সময় এমন হয় যে চার্জে বসিয়ে কাজ করতে হয় ফোন বা ল্যাপটপে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে।

কিন্তু জানেন কি, কেন দ্রুত চার্জ ফুরিয়ে যাচ্ছে? এর কারণ হলো ব্যাটারি। প্রতিদিনের ব্যবহারে ব্যাটারি দুর্বল হয়ে যায়। তখন আর দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা থাকে না। সেই কারণেই ফোন বা ল্যাপটপ বন্ধ হয়ে যায়।

আসুন এ থেকে মুক্তির উপায় জেনে নেওয়া যাক-

লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু ৫০০ চার্জিং সাইকেল বা দেড় বছর। শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জকে এক চার্জিং সাইকেল বোঝানো হয়। অর্থাৎ ফোন বা ল্যাপটপের চার্জিং সাইকেল যত বেশি হবে, ব্যাটারির আয়ু তত কমতে থাকবে।

এর কারণ হল রাসয়নিক প্রতিক্রিয়া। চার্জিং চলাকালীন ডিভাইসের ভেতরে পরমাণুর স্তূপ জমতে থাকে। ফলে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারি দীর্ঘদিন সচল রাখার জন্য কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিচ্ছেন টেক বিশেষজ্ঞরা।

তাদের মতে, বারবার ফুল চার্জ না দিয়ে ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে, চার্জিংয়ের সময় যেন ফোন বা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে না যায়। এতে ব্যাটারির উপর চাপ পড়ে। আয়ু কমে যায়।

পাশাপাশি নির্ভরযোগ্য পাওয়ার স্ট্রিপ ব্যবহার করা উচিত, যাতে একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা রয়েছে। ব্যাটারি দীর্ঘক্ষণ ভালো রাখতে শুধু সঠিক পদ্ধতিতে চার্জ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন