কিশোর-কিশোরীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিচ্ছে ইউটিউব। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির মাধ্যমে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের জন্য উপযুক্ত কনটেন্ট দেখানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এক ব্লগ পোস্টে ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক জেমস বেসার জানান, ব্যবহারকারীরা ইউটিউবে কী ধরনের ভিডিও দেখেছে, কোন ক্যাটাগরির ভিডিও দেখেছে এবং কত দিন ধরে অ্যাকাউন্ট ব্যবহার করছে—এসব বিশ্লেষণ করেই এআই প্রযুক্তি বয়স নির্ধারণ করবে। এই পদ্ধতিতে বয়স যাচাইয়ের সময় ব্যবহারকারীর দেওয়া জন্ম তারিখ বিবেচনায় নেওয়া হবে না।
বয়স ১৮ বছরের নিচে নির্ধারিত হলে ওই ব্যবহারকারীর কনটেন্টে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। যেমন: ব্যক্তিগত বিজ্ঞাপন নিষ্ক্রিয় করা, নির্দিষ্ট ধরনের ভিডিও বারবার দেখার সুযোগ সীমিত করা ইত্যাদি ব্যবস্থা নেওয়া হবে। ভুলবশত কোনো ব্যবহারকারীর বয়স ভুল নির্ধারিত হলে তারা পরিচয়পত্র আপলোড করে তা সংশোধনের সুযোগ পাবেন।
ইউটিউব ব্লগে বলা হয়েছে, ‘আমরা শুধু তাদেরই বয়স সীমাবদ্ধ কনটেন্ট দেখতে দেব, যাদের বয়স ১৮ বছরের বেশি বলে অনুমান বা যাচাই করা হয়েছে।’