
জাপানিজদের মতো ত্বক দেবে মাশরুম!
প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে মাশরুমের ব্যবহার হয়। বিশেষ করে জাপানিজ সৌন্দর্য চর্চায় মাশরুম বেশ জনপ্রিয়। রেইশি, স্নো মাশরুম, শিতা, এনোকি, মাতসটাকে এবং চাগা নামে বিভিন্ন ধরনের জাপানিজ মাশরুম রয়েছে। মাশরুমে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানে আছে, যেগুলো ত্বকের স্বাস্থ্যরক্ষায় অত্যন্ত উপকারী এবং ত্বকে ব্যবহার করলে কার্যকরী ফলাফল পাওয়া যায়।
আসুন জেন নেওয়া যাক মাশরুম ত্বকের কী কী উপকার করে-
ময়েশ্চারাইজিং করা
শিতা মাশরুমের নির্যাস ত্বককে গভীরভাবে আর্দ্রতা প্রদান করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মাশরুমে থাকা পলিস্যাকারাইড ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। মাশরুম শিট মাস্ক ব্যবহারে ত্বক সতেজ থাকে। এছাড়া ত্বককে কোমল ও মসৃণ করে।
ব্রণ দূর করে
মাশরুমের অ্যান্টি অক্সিডেন্ট উপাদানগুলো ব্রণ দূর করে। মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যা ত্বকের রিঙ্কেলস আসতে দেয় না। ১ চা চামচ মাশরুম গুঁড়া, ১ চা চামচ ওটস, ২ ফোঁটা ট্রি টি ওয়েল,৩ টেবিল চামচ পানি ও সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে ২০ মিনিট মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সপ্তাহে দুই দিন ব্যবহারে ত্বকের ব্রণ কমে যাবে।
বয়স ছাপ কমায়
রিশি, চাগা, মাইটাকে এবং স্নো মাশরুম ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা ফ্রি র্যাডিক্যালগুলোর বিরুদ্ধে লড়াই করে বার্ধক্যের লক্ষণগুলো হ্রাস করে। এছাড়া রেইশি মাশরুমে থাকা বিটা-গ্লুকান ত্বকের টানটান ভাব বাড়ায় এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে। মাশরুমের গুঁড়া ত্বককে এক্সফোলিয়েটিং করে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে।
- ট্যাগ:
- লাইফ
- মাশরুম
- ত্বকের যত্ন