
মার্কিন তুলা দিয়ে বানানো পোশাকের শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ
ট্রাম্প প্রশাসনের সঙ্গে চূড়ান্ত দফার শুল্ক আলোচনায় আবারও মার্কিন তুলা দিয়ে বানানো পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য চাপ দেবেন ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা।
এতে সুফল না হলে সরকার ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ৩৫ শতাংশ শুল্ক হার কমানো নিয়ে দর কষাকষি করবে।
পোশাক রপ্তানিকারকরা বহুদিন ধরেই ওয়াশিংটনের কাছে আমদানি করা মার্কিন তুলা থেকে তৈরি বাংলাদেশি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'মার্কিন সরকার শূন্য শুল্কের দাবি না মানলে সব ধরনের পোশাকের ওপর বিদ্যমান ১৫ শতাংশ শুল্ক বহাল রাখাটা মেনে নেওয়া হবে।'
'তবে ৩৫ শতাংশ নয়', বলছেন ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য শওকত আজিজ রাসেল। তিনি সরাসরি আলোচনায় অংশ নেবেন না। আলোচনায় শুধু সরকারি কর্মকর্তাদের থাকার কথা।