
প্রথম পর্বে ৬২ বিষয়ে ‘ঐকমত্যে’ পৌঁছার তালিকা দিল কমিশন
প্রস্তাবিত বিভিন্ন সংস্কার পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রথম পর্বে ৬২টি বিষয়ে ‘ঐকমত্যে’ পৌঁছার কথা বলেছে জাতীয় ঐকমত্য কমিশন।
দ্বি-কক্ষ আইনসভা, রাষ্ট্রপতির অভিশংসন, নারীর আসন বাড়িয়ে ১০০তে উন্নীত করা, জুলাই আন্দোলনে ‘গণহত্যা’ ও ভোট ‘জালিয়াতির’ অভিযোগে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করা ও ‘উপযুক্ত’ ব্যবস্থা নিতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে তুলে ধরা হয়েছে দলগুলোর কাছে পাঠানো এ তালিকায়।
প্রথম পর্বে ঐকমত্য হওয়া এসব বিষয়ের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কমিশনের দ্বিতীয় দফা সংলাপে আলোচনা চলমান রয়েছে। যেমন- সংবিধান সংশোধন করে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা করার বিষয়ে ৩০টি দল একমত হয়েছে। তবে উচ্চ কক্ষের গঠনপ্রক্রিয়া নিয়ে আলোচনা চলমান। আবার সংসদে নারী আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে ১৯টি দল। এটি চূড়ান্ত করতে দ্বিতীয় দফাতেও দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিশন।