সাইয়ারার একটি দৃশ্যের জন্য সকাল ছয়টায় মামা মহেশ ভাটের ঘুম ভাঙান মোহিত

প্রথম আলো প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৬:১৩

সম্প্রতি মুক্তি পাওয়া মোহিত সুরি পরিচালিত রোমান্টিক বলিউড ছবি ‘সাইয়ারা’ দর্শকপ্রিয়তা অর্জন করেছে। আহান পাণ্ডে ও আনীত পড্ডা অভিনীত এই ছবি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। ছবির সাফল্যে উচ্ছ্বাসে ভাসছেন পরিচালক মোহিত সুরি। সম্প্রতি এই সিনেমা নিয়ে তিনি একটি বিশেষ অভিজ্ঞতা শেয়ার করেছেন। ছবির একটি দৃশ্য তাঁকে মানসিকভাবে এতটাই অস্থির করে তুলেছিল যে সকাল ছয়টায় তিনি তাঁর মামা, নির্মাতা ও প্রযোজক মহেশ ভাটের ঘুম ভাঙান।


ই–টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত সুরি জানিয়েছেন, দৃশ্যটিতে আহান পাণ্ডে অভিনীত কৃষ কাপুর তাঁর বাবা অশোক কাপুরের (বরুণ বাদোলা) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। দৃশ্যটি মোহিত সুরিকে এতটাই মানসিকভাবে নাড়া দিয়েছিল যে তিনি সকাল সকাল মহেশ ভাটকে ফোন করেছিলেন।


মোহিত সুরি বলেন, ‘প্রথমে দৃশ্যটা আমার কাছে “অতিরিক্ত নাটকীয় ও অন্ধকারময়” মনে হয়েছিল। তবে ভয় হচ্ছিল, ঠিকঠাকভাবে দৃশ্যটি এটি ফুটিয়ে তুলতে পারব কি না।’


এই উদ্বেগ থেকেই তিনি সকালে মহেশ ভাটকে ফোন করেন। যদিও তিনি সরাসরি দৃশ্য নিয়ে কিছু বলেননি, তবে নিজের আতঙ্ক ও অনিশ্চয়তা প্রকাশ করেন।


মোহিত জানান, মহেশ ভাট তখনই তাঁর হোয়াটসঅ্যাপ ডিসপ্লে ছবিতে খেয়াল করেন। ছবিতে মোহিতের হাত ধরে আছে তাঁর ছোট ছেলে। মহেশ ভাট তখন বলেন, ‘তোমার ডিপি যদি এমন হয়, তাহলে তুমি এই দৃশ্য কখনোই ভুল করতে পারো না। কারণ, তুমি এই সম্পর্ককে ভালোবাসো।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও