টি-টোয়েন্টিতে পেশির জোর দেখিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ওয়েন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৬:১০

সামগ্রিক লিস্ট ‘এ’ পরিসংখ্যান এখনও বিবর্ণ মিচেল ওয়েনের। তবে এর মধ্যেই খেলেছেন বিস্ফোরক একটি ইনিংস। সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দেখিয়েছেন আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক। সেই পারফরম্যান্স আর সম্ভাবনা তাকে বয়ে এনেছে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলেও।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন ওয়েন। ২৩ বছর বয়সী ক্রিকেটার অনুমিতভাবেই আছেন টি-টোয়েন্টি দলেও।


প্রোটিয়াদের বিপক্ষে সিরিজটি হতে চলেছে অস্ট্রেলিয়ান গ্রীষ্ম শুরুর আগে। মূল ভেন্যুগুলোতে তাই নয়, সিরিজটি হবে ডারউইন, ম্যাকাই ও কেয়ার্নসে, যেটিকে বলা হয় অস্ট্রেলিয়ার টপ এন্ড।


ব্যস্ত অস্ট্রেলিয়ান মৌসুমের আগে ওয়ানডে-টি-টোয়েন্টি দুই সিরিজেই বিশ্রাম পেয়েছেন দুই পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডে দলকেও নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ।


কামিন্স-স্টার্ক না থাকলেও দুই সিরিজের দলেই আছেন আরেক অভিজ্ঞ পেসার জশ হেইজেলউড। বিশ্রাম শেষে দুই সিরিজের দলে আছেন ট্রাভিস হেডও। চোট কাটিয়ে ফিরেছেন ম্যাথু শর্ট।


ওয়েনের এত দ্রুত ওয়ানডে দলে ডাক পাওয়া একটু চমকই বলতে হবে। ১৭ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে তার মোট রান ৩২৬, গড় ২৫.০৭। ফিফটি ছুঁয়েছেন মোটে একবার। তবে গত ফেব্রুয়ারিতে সেই ইনিংসটিতে অ্যাডিলেইড ওভালে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসমানিয়ার হয়ে তিনি করেছিলেন ১০ ছক্কায় ৬৯ বলে ১৪৯ রান! তার সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ সেটিই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও