 
                    
                    বিগত ৩ নির্বাচন পর্যালোচনায় গঠিত কমিটিকে কমিশনে রূপান্তর
আওয়ামী লীগ সরকারের সময়ের তিন সংসদ নির্বাচন ঘিরে অভিযোগ পর্যালোচনা এবং নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের ভূমিকা বিশ্লেষণের জন্য গত জুন মাসে পাঁচ সদস্যের যে কমিটি করা হয়েছিল, ক্ষমতা বাড়িয়ে তাকে কমিশনে রূপান্তর করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, কমিশনকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তাদের প্রতিবেদন ও সুপারিশ জমা দিতে হবে।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন পর্যালোচনার জন্য গত ২৬ জুন এই কমিটি করেছিল সরকার।
নতুন প্রজ্ঞাপনের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব জয়নাল আবদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের কমিটিকে আরও শক্তিশালী আইনি ভিত্তি দেওয়ার জন্য কমিশনে রূপান্তর করা হয়েছে। বাকি বিষয়গুলো আগের মতই আছে।”
হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন পর্যালোচনার জন্য গঠিত এই কমিশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক (সুপণ), ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশ্লেষক মো. আব্দুল আলীম সদস্য হিসেবে এই কমিশনে থাকছেন।

 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                