
বিধ্বস্ত যুদ্ধবিমান চীনের, তদন্তের আগে মন্তব্য নয়: রাষ্ট্রদূত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২০:৫৪
সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমান চীন থেকে কেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করা উচিত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে ডিক্যাব (ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ)।
চীনা রাষ্ট্রদূত বলেন, ২০১২ সাল থেকে বিমানটি নিয়মিত উড্ডয়ন করে আসছে এবং এ দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলমান। মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা মেডিকেল প্রতিনিধি দলের বাংলাদেশে আসার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিমান বিধ্বস্ত
- যুদ্ধবিমান