
বিয়ে করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না তমা মির্জা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২০:৪৯
নির্মাতা রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনটা নতুন নয়। গত কয়েক বছর ধরেই শোবিজ অঙ্গনে শোনা যাচ্ছে তাদের প্রেমের খবর। মাঝে ডানা মেলেছিল বিচ্ছেদের গুঞ্জনও। ফের এরকম আভাস নায়িকার কণ্ঠে।
জানালেন বিয়ে-সংসার করার মতো মানুষ এখনো খুঁজে পাননি। এতে অনেকের ধারণা দুজনের পথ দুদিকে বেঁকে গেছে। এজন্য রাফীকেও পছন্দের তালিকায় রাখছেন না।
সংবাদমাধ্যমকে বিয়ে-সংসার নিয়ে তমা বলেন, ‘সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব-এমন মানুষ এখনো পাইনি। জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়। আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি-এটাও নিছক মিথ্যা হবে।’