
ভ্রমণে যাওয়ার আগে ব্যাগ গোছাবেন, নাকি ঘর?
ভ্রমণে যাওয়ার আগে ব্যাগ, নাকি ঘর—কোনটি গোছাবেন? ভাবছেন, ব্যাগই তো গোছাতে হবে। ঘর কেন? তাহলে জেনে নিন, ভ্রমণ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাড়তি কাজ করতে না চাইলে, ভ্রমণে যাওয়ার আগে ঘরের বেশ কিছু কাজ সেরে রাখতে হবে। ফিরে এসে বাড়িটাও শান্তিময় মনে হবে। লম্বা ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার আগে যে কয়েকটি কাজ সেরে রাখতে হবে, সেগুলো হলো—
বিছানায় বেডকভার পেতে দিন
যেদিন বের হবেন, সেদিনই বিছানায় ধোয়া চাদর পেতে দিন। ভোর, সন্ধ্যা বা রাত—যখনই বের হন না কেন, মনে করে ধোয়া চাদরের ওপর একটা বেডকভার ছড়িয়ে দিয়ে তারপরই বের হন। এমনভাবে বেডকভার ছড়িয়ে দিন, যাতে বালিশগুলোও ঢেকে যায়। এতে লম্বা সফর শেষে ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরবেন, তখন খুব করে বিছানা ঝেড়ে বা চাদর পাল্টে শোয়ার ব্যবস্থা করতে হবে না; বরং ওপরের বেডকভারটি তুলে নিলেই নিচের ধোয়া চাদরের ওপর ঘুমাতে পারবেন। সোফা, টি-টেবিল ও ডাইনিং টেবিলও এভাবে পুরোনো চাদর দিয়ে ঢাকা দিতে পারেন। এতে ধুলোর পরত জমবে না। বাড়তি ঝাড়-মোছার ঝামেলাও কমবে।
বাসনকোসন ধুয়ে রাখুন
বের হওয়ার আগমুহূর্তে যে চায়ের কাপে চুমুক দিয়েছিলেন, সেটিও ধুয়ে রেখে যেতে হবে। ব্যবহৃত বাসন ধুয়ে না রাখলে রোগজীবাণুর সংক্রমণ হবে, এটাই স্বাভাবিক। ছত্রাকও ধরে যেতে পারে। সঙ্গে ঘরে বোঁটকা গন্ধ হবে। তাই ব্যবহৃত প্রতিটি বাসন ধুয়ে রেখে যান। এরপর সিংক ভালোভাবে ধুয়ে নিন। সবশেষে সিংকের ছিদ্রের ওপর কয়েকটা ন্যাপথলিন দিয়ে তারপর বের হন। এতে করে অনেক দিন বাড়িতে না থাকার কারণে সিংকের পাইপ দিয়ে পোকামাকড় উঠে আসার আশঙ্কা থাকবে না।
ময়লার ঝুড়ি পরিষ্কার করে নিন
বাড়ির বর্জ্য ফেলার পাত্রগুলো, অর্থাৎ যেগুলোতে পচনশীল জিনিসপত্র ফেলা হয়, সেগুলো পরিষ্কার করে না গেলে অনেক ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। মাছি ও তেলাপোকার উৎপাত বাড়বে। এ ছাড়া ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তাই প্রতিটি ময়লার ঝুড়ির বর্জ্য ফেলে দিয়ে সম্ভব হলে সেগুলো ভালো করে ধুয়ে উপুড় করে রেখে দিন বারান্দার এক কোণে। ফিরে এসে পুনরায় পরিষ্কার জিনিস ব্যবহার করতে পারবেন।
- ট্যাগ:
- লাইফ
- ঘর পরিষ্কার
- ভ্রমণ টিপস