পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে সৌরভ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১০:৩৭

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সূচি অনুসারে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল। পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিৎ কি-না তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার এই প্রশ্নে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি। তার মতে, অবশ্যই দুই দেশের খেলা উচিত। কেন উচিত, সেই ব্যাখ্যাও দিয়েছেন সৌরভ।


এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বিসিসিআই রাজি হয়ে ঠিক করেনি। তবে সৌরভ এখানে কোনো ভুল দেখেননি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত।


পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করেছেন সৌরভ। কিন্তু তার মতে, খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। সৌরভ বলেন, ‘খেলাধুলা এগিয়ে চলুক। পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়। কিন্তু সে কারণে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাশাপাশি খেলাও চলুক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও