
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, ১ কোটির বেশি মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১০:২৭
২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল তুরস্কে। ওই ভূমিকম্পের সময় গুগলের আগাম সতর্কতা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে বৈশ্বিক এই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ভয়াবহ সেই ভূমিকম্পে এশিয়া ও ইউরোপের সংযোগস্থল এই দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষ নিহত হয়েছিল। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১৫৮ কিলোমিটার এলাকার অন্তত ১ কোটি মানুষকে সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা পাঠানো সম্ভব ছিল। আর সেই সতর্কবার্তা ওই অঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ৩৫ সেকেন্ড পর্যন্ত সময় দিতে পারতো।