
দু-তিন বছর আমি পারিশ্রমিক নিইনি: আজম খান
ছোটপর্দার অভিনেতা আজম খান। তিনি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা। সম্প্রতি চাকরি থেকে অবসর নিয়েছেন। এখন অভিনয়ে পুরোপুরি সময় দিচ্ছেন। সমসাময়িক ব্যস্ততা নিয়ে কথা হলো এ অভিনেতার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান মিথুন
জাগো নিউজ: ব্যাংকের চাকরি করেও কীভাবে অভিনয় চালিয়ে গেছেন?
আজম খান: আসলে আমি তো ২০১৫ সাল থেকে শোবিজে কাজ করছি। আমার অভিনয়ের বয়স ১০ বছর। আমি যখন ব্যাংকে চাকরি করেছি বিষয়টা এমন ছিল যে, ছুটির দিনগুলোতে কাজ করতাম। তখন সিরিয়ালে কিংবা ঢাকার বাইরে কোথাও কাজ করতে গেলে আমাকে ব্যাংক থেকে ছুটি নিতে হতো। সাধারণত সন্ধ্যার দিকে উত্তরায় কিংবা তিনশ ফিটে শুটিং থাকলে তাতে কাজ করতে পারতাম। আমি যেসব চরিত্রে অভিনয় করেছি, তাতে একেকটা প্রোডাকশনে চার-পাঁচটির মতো সিকোয়েন্স থাকে। সেগুলো আসলে একটু চেষ্টা করলেই করে নেওয়া যায়। পরিচালকরা এ বিষয়ে একটু সহযোগিতা করলে কোনো সমস্যা হয় না। এ ব্যাপারে নির্মাতাদের কাছে কৃতজ্ঞ। বরাবরই আমি তাদের সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এভাবেই চাকরি এবং অভিনয় চালিয়ে গিয়েছি।