চোট কেটে গেছে, ওভাল টেস্টের জন্য ভারতের সব পেসার প্রস্তুত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:৫৯

ওভাল টেস্টের আগে ভারতীয় দলের সব পেসারই ফিট হয়ে উঠেছেন ও একাদশে খেলানোর জন্য বিবেচনায় রয়েছেন বলে নিশ্চিত করেছেন হেড কোচ গৌতম গম্ভীর। ওভালে হবে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট, যা আগামী ৩১ জুলাই শুরু হবে।


সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচটি জিততেই হবে ভারতকে। এই ম্যাচে ভারতীয় দলের প্রধান পেসার জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি; যদিও সিরিজ শুরুর আগে বলা হয়েছিল, সর্বোচ্চ তিনটি টেস্ট খেলবেন বুমরাহ।


গতকাল রোববার ড্রয়ের মাধ্যমে শেষ হওয়া ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বুমরাহর গতি কিছুটা কম দেখা গিয়েছিল। যদিও এর পেছনে শুধু ডানহাতি এই পেসারের ক্লান্তি নয় বরং নরম আউটফিল্ড ও পিচকেও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে চতুর্থ দিনের দুপুরের আগেই খেলা শেষ হওয়ায় বিশ্রামের জন্য কিছুটা সময় পেয়েছেন বুমরাহ।


ভারত তৃতীয় টেস্টে নেমেছিল ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়ে। অর্শদীপ সিংয়ের হাতের চোট, আকাশ দীপের কুঁচকির ইনজুরি ও মোহাম্মদ সিরাজের ক্লান্তির কারণে দলে ছিল ঘাটতি। সেই কারণে ভারত থেকে আনশুল কাম্বোজকে ডেকে আনা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও