শেয়ারবাজারে আসতে পারে আশুগঞ্জ পাওয়ার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:৫৩

আশুগঞ্জ পাওয়ার স্টেশন শেয়ারবাজারে আসার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রতিষ্ঠানটির আসন্ন বোর্ডসভায় তালিকাভুক্তির প্রস্তাব তোলা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মুমিনুল ইসলাম।


তিনি বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের মতো সরকারি কোম্পানিগুলো আইপিও বা সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে অথবা বন্ড ইস্যু করে তাদের প্রয়োজনীয় তহবিল পুঁজিবাজার থেকে সংগ্রহ করতে পারে, তাতে করে সরকারের ওপর তহবিল যোগানের চাপ কমবে৷ পাশাপাশি কোম্পানিগুলোতে সাধারণ জনগণের অংশীদারত্বের মাধ্যমে করপোরেট গভর্নেন্সের উন্নয়ন ঘটবে৷


রাষ্ট্রায়ত্ত বিদ্যুত উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)-এর আওতাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিপিডিবি’র আওতাধীন লাভজনক কোম্পানিগুলোকে ডিএসইতে তালিকাভুক্ত করার অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন ডিএসইর চেয়ারম্যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও