
‘পার্সেল’ নিয়ে আসছে নিলয়-তানিয়া জুটি
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। রচনা করেছেন অনামিকা মন্ডল।
পরিচালক নাজমুল রনি বলেন, ‘অভিনেতা হিসেবে নিলয় আলমগীর ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তানিয়া বৃষ্টিও এখন অভিনয়ে পরিপক্ব। তাঁকে দিয়ে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। আমি এর আগে তানিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। এটা বলতেই হয় যে কাজের প্রতি তাঁর ডেডিকেশনই আজ তাঁকে এই অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি জুটি দারুণ অভিনয় করেছেন। তাঁদের অভিনয় এবং গল্প দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’