
ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে কী লিখবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:২৫
ইউটিউব একটি বিশাল ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয়। তবে শুধু ভিডিও আপলোড করলেই কাজ হয় না, দর্শকদের কাছে আপনার ভিডিও পৌঁছাতে হলে ভিডিওর ডেসক্রিপশন ঠিকঠাক ও প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। ডেসক্রিপশন হলো ভিডিওর নিচে থাকা একটি লেখা, যা ভিডিওর বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তথ্য, লিংকসহ বিভিন্ন বিষয় লেখা থাকে। এটি দর্শকদের জন্য ভিডিও সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং ইউটিউবের সার্চ র্যাঙ্কিং বাড়াতেও সাহায্য করে।
ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনের সর্বোচ্চ দৈর্ঘ্য ৫ হাজার অক্ষর (প্রায় ৮০০ শব্দ)। তবে প্রথম ১৫০ অক্ষরের (প্রায় ২৫-৩০ শব্দ) পরের অংশ ‘মোর’ বোতামের নিচে লুকানো থাকে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই প্রথম ১৫০ অক্ষরের মধ্যেই দেওয়া উচিত। কারণ, বেশির ভাগ দর্শক পুরো ডেসক্রিপশন খুলে পড়ে না।