
সুগন্ধ ছুঁয়ে থাক সারাক্ষণ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:২২
যে গরম পড়েছে, তাতে কে বলবে, ঋতুচক্রে এখন ঘোর শ্রাবণ মাস! রোজ নিয়ম করে এক-আধটু বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না। সবাই অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগছে। এমন হলে ত্বকের তরতাজা ভাব আর থাকে না। পাশাপাশি ঘামের দুর্গন্ধ অস্বস্তিতে ফেলে। দিনে বেশ কয়েকবার গোসল আর ডিওডোরেন্ট, পারফিউম ব্যবহার করেও কি তরতাজা অনুভূতি ফিরে পাচ্ছেন না? তাহলে বুঝতে হবে কোথাও একটা ঘাটতি হচ্ছে।
অনেক ক্ষেত্রে ঘামের সঙ্গে ডিওডোরেন্ট বা পারফিউম মিশেও দুর্গন্ধ তৈরি হয়। আন্ডারআর্ম বা শরীরের ভাঁজ থেকে কেবল এই দুর্গন্ধ ছড়ায় না। দুর্গন্ধ ছড়াতে পারে আমাদের চুল কিংবা পা থেকেও। আর এই সমস্যা দূর করার জন্য তিন বেলা গোসলই যথেষ্ট নয়। সমস্যা সমাধানে ছোট ছোট কিছু ব্যাপারেও থাকতে হবে নজরদারি।
- ট্যাগ:
- লাইফ
- সুগন্ধি
- সুগন্ধি ব্যবহার
- সুগন্ধী