সংকটকালে সারথিকে স্মরণ

www.ajkerpatrika.com আজাদুর রহমান চন্দন প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:২১

ভূ-রাজনৈতিক কারণেই আমাদের এই ছোট্ট ভূখণ্ডটির ওপর সাম্রাজ্যবাদী শক্তির শ্যেনদৃষ্টি অনেক আগে থেকে। কিন্তু ইদানীং যেন তারা আমাদের দেশটিকে গিলে খেতে মরিয়া। মিয়ানমারের আরাকান আর্মির স্বার্থে করিডর আর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিতে বাধ্য করার আলোচনার রেশ কাটতে না কাটতেই সামনে এল এক গোপন শুল্ক-বাণিজ্য চুক্তির কথা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ধরনের ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা এনডিএ সই করেছে, তা দেশের ইতিহাসে প্রথম। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে সম্প্রতি এক গোলটেবিল আলোচনায় বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো পার্টনার (অন্য দেশ) কোনো দিন এনডিএ ডকুমেন্ট দেয়নি।’


এনডিএ হলো এমন একধরনের আইনি চুক্তি, যা দুটি পক্ষের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদানকালে ব্যবহার করা হয়। এই চুক্তির মাধ্যমে একটি পক্ষ অন্য পক্ষের সঙ্গে কিছু নির্দিষ্ট তথ্য শেয়ার করে, কিন্তু সেই তথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করা বা প্রকাশ না করার বাধ্যবাধকতা তৈরি হয়। দেবপ্রিয় বলেন, ‘এর বদলে নন-পেপার ইস্যু করা যেত—যার অর্থ হলো এটা আমার অবস্থান, কিন্তু আমি নিজে সই করব না। নন-পেপার হলে রেসপনসিবিলিটি তৈরি হতো, কিন্তু এখন বাধ্যবাধকতা তৈরি হয়ে গেছে। এখন যদি বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করে, তার কাছেও এ তথ্য প্রকাশ করা যাবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও