
মাত্র ১৫ মিনিটে গোছানো যাবে আলমারি
ঘর পরিষ্কার রাখার চেয়ে সেটিকে দীর্ঘমেয়াদে পরিচ্ছন্ন রাখা অনেক বেশি কঠিন কাজ। আর এই সমস্যার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে কাপড়ের আলমারি।
প্রতিদিনকার ব্যবহারে কাপড় বের করা, ঝুলিয়ে রাখা, ভাঁজ করা- সব কিছুই যেন একসময় বিশৃঙ্খলায় রূপ নেয়।
তবে চাইলে মাত্র ১৫ মিনিটের একটি মাত্র সাপ্তাহিক রুটিনের মাধ্যমেই আলমারির শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।
এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘সোর্টেড অ্যান্ড স্টাইল্ড’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং পেশাদার সংগঠক হিলারি ফোর্স্ট এবং জেমি অ্যান্ড্রিয়ু।
‘সোর্ট ইট আউট সানডে’ রুটিন
হিলারি ফোর্স্ট এবং জেমি অ্যান্ড্রিয়ু প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে মাত্র ১৫ মিনিট সময় নিয়ে যেটি করেন, তা হল ‘সোর্ট ইট আউট সানডে’।
সময় কম? ছোট করে শুরু
যারা খুব ব্যস্ত, তাদের জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস ভিত্তিক প্রতিষ্ঠান ‘সেন্ট লুইস ক্লোজেট কো.’-এর সহ-সভাপতি অ্যাঞ্জেলা ইয়র্ক বলেন, “মাত্র পাঁচ মিনিট সময় পেলেও প্রতি সপ্তাহে আলমারির একটা অংশ দ্রুত গুছিয়ে নেওয়ার কাজ অনেক উপকারে আসে।”
বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে সাজান আলমারি
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা তারকাদের বা নিখুঁতভাবে সাজানো আলমারির মতো ব্যবস্থা অনেক সময় নিজের জন্য বাস্তবসম্মত নয়।
আলমারিতে রাখুন একটি ঝুড়ি
জেমি অ্যান্ড্রিয়ু পরামর্শ দেন, “আলমারিতে এমন একটি জায়গা রাখুন যেখানে মেরামতের প্রয়োজনীয়, ড্রাই ক্লিনিং বা দানের উপযুক্ত পোশাক রাখতে পারেন।”
- ট্যাগ:
- লাইফ
- আলমারি গোছানো