চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ২১:৪৭

প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে, ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।


‘ওন্ড’ ব্যান্ডের পাশাপাশি অর্থহীন ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুল। অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু গ্লিটজকে রাতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


তিনি বলেন, “রাতুলের ছোট ভাই এ কে রাহুলের কাছ থেকে জেনেছি জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয় রাতুল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় সে।”


রাতুলের মরদেহ এখন উত্তরার বাসায় আছে, মাগরিবের নামাজের পর ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার নামাজে জানাজা হবে বলে জানন টিটু।


তিনি বলেন, “মৃত্যুর খবর পাওয়ার পর আমি আর বেজবাবা সুমন (সালেহীন খালেদ সুমন) উত্তরা যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত আরও জানতে পারব।”


সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে রাতুলের দক্ষতার কথা তুলে ধরে টিটু বলেন, “সে বেশ ভালো সাউন্ডের মিক্স মাস্টারিং করতে পারত। তার মত এত ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার হারিয়ে আমরা শোকাহত।”



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও