
৪১ বলের পর এবার ৩৯ বলে সেঞ্চুরি ৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্সের
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে রানের জোয়ার চলছেই। টানা দ্বিতীয় ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট।
হেডিংলিতে রোববার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। ৪১ বছর বয়সী তারকা এ দিন সেঞ্চুরি পূর্ণ করেন স্রেফ ৩৯ বলে।
আগের ম্যাচে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে রান তাড়ায় ৪১ বলে শতক ছুঁয়ে ৭ ছক্কা ও ১৫ চারে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। মুখোমুখি প্রথম দুই বলে দুই রানের পর তৃতীয় বলে ছক্কায় ডানা মেলে দেন ডি ভিলিয়ার্স। অষ্টম ওভারে পেসার পিটার সিডলের টানা তিন বলে একটি চার ও দুটি ছক্কার পথে পঞ্চাশে পা রাখেন তিনি ২২ বলে। পরের পঞ্চাশ করতে লাগে স্রেফ ১৭ বল।
ত্রয়োদশ ওভারে সেঞ্চুরি পূরণের পথে স্পিনার ডি আর্চি শটের টানা পাঁচ বলে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। পরের ওভারে সিডলকে আরেকটি চারের পর ক্যাচ দিয়ে শেষ হয় তার বিস্ফোরক ইনিংসটি।
সেই ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ডি ভিলিয়ার্স। পেশাদার ক্রিকেটকে বিদায় বলেছেন, সেটাও প্রায় চার বছর হয়ে গেছে। তবে ২২ গজে এখনও পুরোনো রূপেই দেখা যাচ্ছে তাকে।