
জুলাই নিহতদের ফ্ল্যাট: ‘যথাযথ’ ব্যয় না ধরায় একনেকের ‘না’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারের জন্য রাজধানীতে ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্পে বাড়তি ব্যয়ের প্রস্তাব এবং তাতে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সেটি ফিরিয়ে দিয়েছে সরকার।
রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় এ প্রকল্প অনুমোদনের জন্য তোলা হলেও তা অনুমোদন পায়নি। ‘যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিৎ’ বলে পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ তথ্য দেন।
প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়।
ফ্ল্যাট নির্মাণের এ প্রকল্প আটকে গেলেও একনেক সভায় এদিন মোট ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।
পরে ফ্ল্যাট নির্মাণের প্রকল্প ফিরিয়ে দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, “আজকের একটা প্রকল্প এসেছিল প্রথমেই, সেটা হল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গত জুলাইয়ের শহীদ পরিবারের জন্য। এটা গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় থেকে এসেছিল। এটাতে মিরপুরে কিছু ১৩৫৫ বর্গফুট আয়তনের ৮০৪টি আবাসিক ফ্ল্যাটের পরিকল্পনার একটা প্রস্তাব এসেছিল।