আবেদন-নিবেদন ব্যর্থ, নির্বাচনের বাইরেই থাকছে ১৮-১৯ সেশন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৬:২১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটাধিকার হারাচ্ছেন দীর্ঘদিন ধরে ডাকসুর দাবি নিয়ে সক্রিয় থাকা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ায় তাদের ভোটার বা প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। 


ডাকসু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শে জানিয়েছে, ছাত্রত্ব শেষ হওয়ার পর কাউকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা আইনবিরোধী হবে। বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতে, কেবল নিয়মিত শিক্ষার্থীরাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। প্রাক্তন শিক্ষার্থী বা পরীক্ষাসম্পন্নদের অন্তর্ভুক্তি আইনি জটিলতা তৈরি করবে।


ফল প্রকাশ, আর ছাত্রত্বের সমাপ্তি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগ ও ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের নিয়মিত শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ এবং অনেকের ফল প্রকাশিত হয়েছে। ডাকসুর তফসিল ঘোষণার আগে বাকি ফলাফলও প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফলে আইনি জটিলতার কারণে তাদের আর ‘বর্তমান শিক্ষার্থী’ হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।


বঞ্চিত শিক্ষার্থীরা এই পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করছেন। তাদের অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। বছরের শুরু থেকে আলোচনার নামে নির্বাচন পিছিয়েছে। ফলে উক্ত সেশনের বেশিরভাগ শিক্ষার্থীর ফল প্রকাশ হয়ে গেছে।
শেষ ভরসা এমফিলও হাতছাড়া


২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্সের ফলাফল প্রকাশ হওয়া অনেক শিক্ষার্থী শেষ ভরসা হিসেবে এমফিলে ভর্তি হয়ে ছাত্রত্ব বজায় রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এমফিলের ভর্তি কার্যক্রম শেষ হতে আগস্ট পর্যন্ত সময় লাগবে। আর ডাকসুর তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই। তাই এ সুযোগ কাজে লাগানোর বিষয়টিও এখন হাতছাড়া হতে চলেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও