সিনেমা হল নোংরা করার অভিযোগ, যুক্তরাজ্যে মাঝপথে বন্ধ হল তেলুগু সিনেমা

www.ajkerpatrika.com আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৩:৫৪

যুক্তরাজ্যের এক সিনেমা হলে ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেল মাঝপথে। সিনেমা চলাকালীন রঙিন কাগজ উড়িয়ে উদ্‌যাপন করছিলেন ভারতীয় দর্শকরা। কাগজের টুকরো পুরো হলে ছড়িয়ে একেবারে যাচ্ছেতাই অবস্থা! দর্শকদের এমন আচরণ ভালোভাবে নেয়নি সিনেমা হল কর্তৃপক্ষ। হল নোংরা করার অভিযোগে মাঝপথে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়।


দর্শক সারিতে বসে থাকা ভারতীয় দর্শকদের সঙ্গে সিনেমা হলের কর্মীদের কথা কাটাকাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে, সিনেমা হলের মেঝে নোংরা হয়ে আছে রঙিন কাগজের টুকরোতে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আরও অনেক কিছু।


যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা। তাদের একজনকে বলতে শোনা যায়, ‘এ কেমন আচরণ! হলে আসবেন, সিনেমা দেখবেন, বাড়ি চলে যাবেন। কিন্তু আপনাদের আচরণ তো মানুষের মতো নয়!’ এভাবে দর্শকদের সঙ্গে হলের কর্মীদের কিছুক্ষণ বাদানুবাদ চলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও