You have reached your daily news limit

Please log in to continue


হাসিনাবিরোধী আন্দোলনের কৃতিত্ব কারও ব্যক্তিগত নয়: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, হাসিনাবিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের। কারও ব্যক্তিগত নয়।

শনিবার (২৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিনিউটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমি তাদেরসাধুবাদ, ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কিন্তু তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে। মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাহলে যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তেমনি তাদের বিরুদ্ধে দাঁড়াতেও আমাদের একটু বাধবে না।

তিনি বলেন, শেখ হাসিনার অন্যায়, আওয়ামী লোকের অন্যায়, ভালোভাবে না চালাতে পারা এসব কিছু মিলেই মানুষ ক্ষুব্ধ। মানুষ বেরিয়ে এসেছে বলেই তাদের বিজয় হয়েছে। হাসিনাবিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের। ব্যক্তিগত কারও নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন