
বিএনপি-জামায়াত সম্পর্কের ‘গুমোট ভাব’ কী কাটছে?
কয়েক দশকের রাজনৈতিক সহচর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন এক নতুন বাস্তবতায় উপনীত। এক সময়ের শক্তিশালী চারদলীয় জোট এবং পরবর্তীসময়ে ২০ দলীয় জোটের অংশীদার এই দল দুটি এখন আর একমুখী রাজনৈতিক পথ অনুসরণ করছে না।
কিছুদিন ধরে দল দুটির মধ্যে ‘গুমোট ভাব’ বিরাজ করছিল। পরস্পরের প্রতি বিশ্বাসহীনতা, সন্দেহ ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা বর্তমানে তাদের সম্পর্ক ভিন্নরূপ দিয়েছে। যদিও আওয়ামী লীগ প্রশ্নে এখনো তারা একমত।
মতবিরোধের শুরু যেভাবে
গত বছর রাজপথে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে বিএনপি-জামায়াত সম্পর্ক নতুন করে আলোচনায় আসে। মূল দ্বন্দ্বের সূত্রপাত হয় ‘সংস্কার আগে, না নির্বাচন’ এই প্রশ্ন ঘিরে। এক্ষেত্রে বিএনপির অবস্থান, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন হোক- বিশেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। তবে জামায়াতের বক্তব্য ছিল, সার্বিক সংস্কার ছাড়া নির্বাচন নয়।
পরবর্তীসময়ে জামায়াত কিছুটা নমনীয়তা দেখালেও নির্বাচনের সময় নির্ধারণে নিজেদের অবস্থান থেকে খুব বেশি সরে আসেনি বিএনপি।