
কি–বোর্ড ছাড়াই ইশারায় টাইপ করার সুযোগ দেবে এই স্মার্ট রিস্টব্যান্ড
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ২০:৪২
কি–বোর্ড বা মাউস ছাড়াই হাতের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সক্ষম স্মার্ট রিস্টব্যান্ড তৈরি করছে মেটা। মেটার রিয়েলিটি ল্যাবসের তৈরি স্মার্ট রিস্টব্যান্ডটি হাতের পেশির স্নায়ুসংকেত কাজে লাগিয়ে ব্যবহারকারীর অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে। এর ফলে ব্যবহারকারীরা শুধু আঙুল নাড়িয়েই টাইপ করার পাশাপাশি স্ক্রল করতে পারবেন, এমনকি কোনো কিছু না ছুঁয়েও বিভিন্ন কমান্ড দিতে পারবেন।
মেটার তথ্যমতে, সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি বা এসইএমজি প্রযুক্তির স্মার্ট রিস্টব্যান্ডটি মস্তিষ্ক থেকে হাতে আসা স্নায়ুসংকেত শনাক্ত করে এবং তা কম্পিউটারের বোঝার উপযোগী ডিজিটাল কমান্ডে রূপান্তর করে। অর্থাৎ ব্যবহারকারীরা যখন আঙুল নাড়ান বা নির্দিষ্ট অঙ্গভঙ্গি করেন, তখন রিস্টব্যান্ড তা বুঝে নিয়ে সেই অনুযায়ী নির্দেশনা পাঠাতে থাকে।