
১৫ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের দাবি খেলাফত মজলিসের
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ২০:৪০
মৌলিক সংস্কার দ্রুত শেষ করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি।
আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির মহাসচিব আহমদ আবদুল কাদের। এ সময় আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যা ও অপকর্মের দ্রুত বিচারের দাবি জানানো হয়।