ইন্টেলে চাকরি হারাচ্ছেন ২৪ হাজার কর্মী, বাতিল হচ্ছে বড় প্রকল্প

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩৭

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টানের নেতৃত্বে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে পিছিয়ে পড়া ইন্টেল এখন আগের অতিরিক্ত ব্যয়ের ধারা থামাতে চাইছে।


২০২৪ সালের শেষে ইন্টেলের বৈশ্বিক কর্মীর সংখ্যা ছিল ১ লাখের কিছু বেশি। তবে ২০২৫ সালের মধ্যে সেই সংখ্যা কমে প্রায় ৭৫ হাজারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটির আকার প্রায় ২৫ শতাংশ ছোট হয়ে যাবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছাঁটাই ও ব্যবসা গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইন্টেল।


> প্রযুক্তি
ইন্টেলে চাকরি হারাচ্ছেন ২৪ হাজার কর্মী, বাতিল হচ্ছে বড় প্রকল্প
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৪: ২৩



ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছাঁটাই ও ব্যবসা গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইন্টেল। ছবি: দ্য ভার্জ

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টানের নেতৃত্বে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে পিছিয়ে পড়া ইন্টেল এখন আগের অতিরিক্ত ব্যয়ের ধারা থামাতে চাইছে।


২০২৪ সালের শেষে ইন্টেলের বৈশ্বিক কর্মীর সংখ্যা ছিল ১ লাখের কিছু বেশি। তবে ২০২৫ সালের মধ্যে সেই সংখ্যা কমে প্রায় ৭৫ হাজারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটির আকার প্রায় ২৫ শতাংশ ছোট হয়ে যাবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছাঁটাই ও ব্যবসা গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইন্টেল।

ইউরোপের জার্মানি ও পোল্যান্ডে নতুন করে মাল্টিবিলিয়ন ডলারের চিপ কারখানা নির্মাণের পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করেছে ইন্টেল। আগে এসব প্রকল্প স্থগিত রাখা হলেও এখন পুরোপুরি গুটিয়ে নেওয়া হচ্ছে। তবে পোল্যান্ডে ইন্টেলের বিদ্যমান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এখনই বন্ধ হচ্ছে না।


কোস্টারিকা, যা এত দিন ইন্টেলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, সেখানেও বড় পরিবর্তন আসছে। অ্যাসেম্বলি ও টেস্টিং কার্যক্রম এখান থেকে সরিয়ে নেওয়া হবে ভিয়েতনামে। তবে, ইঞ্জিনিয়ারিং ও করপোরেট ফাংশনের মতো অন্য বিভাগে এখনো প্রায় ২ হাজার কর্মী কোস্টারিকায় কাজ চালিয়ে যাবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও