ইন্টারনেট ছাড়া বিটচ্যাট যেভাবে ব্যবহার করবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩৬

ইন্টারনেট ছাড়া যদি কোনো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা যায় তা হবে আমাদের জন্য আশীর্বাদ। কারণ দেখা যায় মাঝে মাঝেই কোনো না কোনো কারণে আমাদের ইন্টারনেট থেকে দূরে থাকতে হয় কিংবা ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এই জরুরি মুহূর্তগুলোতে এমন অ্যাপ আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে!


সেই সুযোগই করে দিলো নতুন অ্যাপ বিটচ্যাট। বিটচ্যাট এরই মধ্যে টক অব দ্য ওয়ার্ল্ড। মাইক্রো ব্লগিং সাইট টুইটার, বর্তমানে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। সেই টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসির হাত ধরেই এবার বাজারে আসছে নতুন মেসেজিং প্ল্যাটফর্ম বিটচ্যাট।


নতুন অ্যাপে জ্যাক তার নতুন উদ্ভাবন কাজে লাগিয়েছেন। পিয়ার টু পিয়ার নতুন এই অ্যাপ মূলত ‘ডিসেন্ট্রালাইজড’ মেসেজিং অ্যাপ। সহজে বললে, এই অ্যাপে কেউ নজরদারি চালাতে পারবে না। এমনকি অ্যাপও না। তৃতীয় কোনো পক্ষ, এমনকি প্রস্তুতকারী সংস্থার কারো কাছে মেসেজের অ্যাকসেস থাকবে না।


নতুন এই অ্যাপ চলবে ফোন নম্বর বা কোনো ইমেল আইডি ছাড়াই। এছাড়া এই অ্যাপের আরেকটি সবচেয়ে বড় গুণ, ইন্টারনেট ছাড়াই চলতে পারবে। একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে ব্লু-টুথ ব্যবহার করে বার্তা পাঠানো যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে মোবাইল সেন্ডিং এবং রিসিভিংয়ের কাজ করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও